নতুন ভু- রাজনীতির সমীকরণ

0

উত্তর কোরিয়াকে পৃথিবীর মানচিত্রে একটি বিচ্ছিন্ন দ্বীপ বলা চলে। পারমাণবিক নিরস্ত্রীকরণ এর,
মহৎ উদ্দেশ্যে,
উত্তর কোরিয়াকে ছলে-বলে-কৌশলে একঘরে করে রেখেছে যুক্তরাষ্ট্র।
এবার রাশিয়ার পালা।
ইউক্রেনকে ন্যাটোতে অন্তর্ভুক্ত করার ক্রমাগত প্রচেষ্টায় রাশিয়াকে ক্ষিপ্ত করা হয় সুকৌশলে, এবং
এক পর্যায়ে রাশিয়া,
ইউক্রেন আক্রমণে বাধ্য হয়।
এটা যুক্তরাষ্ট্র ও পশ্চিমা বলয়ের দুরভিসন্ধিমূলক চক্রান্ত।
তাই নিষেধাজ্ঞার পরও নিষেধাজ্ঞা দিয়ে রাশিয়াকে একঘরে করে ফেলার চেষ্টারত
যুক্তরাষ্ট্র ও পশ্চিমা শক্তি।

একটি নতুন ভূ-রাজনৈতিক সমীকরণ তৈরি হয়েছে।
ইতিমধ্যে রাশিয়া ও চীনের যৌথ সামরিক মহড়া হয়েছে।
ক্ষিপ্ত উত্তর কোরিয়া বারংবার দক্ষিণ কোরিয়া ও জাপানের আকাশে মিসাইল ছুড়ছে।
তাইওয়ান নিয়ে ক্রমেই এক মহাসংকট তৈরি হচ্ছে। যুক্তরাষ্ট্রের উস্কানিতে,
চায়না,
তাইওয়ান কে ঘিরে জঙ্গী বিমানের মহড়া করেছে।।
রাশিয়ায় ইউক্রেন
যুদ্ধ ক্রমেই বিপজ্জনক হয়ে উঠছে,
রাশিয়া পরমানবিক অস্ত্র ব্যবহারের হুমকি দিচ্ছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা শক্তি, বিলিয়ন ডলারের
সামরিক সরঞ্জাম পাঠাচ্ছে ইউক্রেনে।আবার রাশিয়া গ্যাস সরবরাহ বন্ধ করে দেওয়াতে
ইউরোপ অর্থনৈতিক বিপর্যয়ের সম্মুখীন।
রাশিয়া ওইউরোপ ,
দুই পক্ষই বিপর্যয়ের সম্মুখীন বিভিন্নভাবে,
চক্রান্তের মূল হোতা যুক্তরাষ্ট্র, নিরবে তামাশা দেখছে।

আমরা চোখের সামনে নতুন এক ভু-রাজনৈতিক শক্তির সমিকরন প্রত্যক্ষ করছি।

চতুর্থ বিশ্বযুদ্ধে
যে লাঠি খেলা হবে,
ছোটবেলা থেকেই সেটা শুনে আসছি,
সেটা শুধু এখন সময়ের অপেক্ষা।
কিন্তু তৃতীয় বিশ্বযুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহারে পৃথিবীতে পরিবেশগত বিশাল
ধ্বংসযজ্ঞ হবে,
একযুগ ফসল ও বৃক্ষরাজি উৎপন্ন হবে না,
তখন চতুর্থ বিশ্বযুদ্ধের জন্য
লাঠি কোথায় পাওয়া যাবে?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *