আবুধাবিতে প্রথম রাত্রি – ০১ পর্ব
1978 সালের 12 ই ডিসেম্বর আমি বাংলাদেশ বিমানে করে আবুধাবি পৌছালাম। আলমগীর আবুধাবি পৌঁছেছিল 14 ই ডিসেম্বর।
বোয়িং 707 বিমান ছিল, এখন বাতিল হয়ে গিয়েছে। ট্রাভেল এজেন্সি থেকে বলা হয়েছিল,
সকাল সাতটার মধ্যে তেজগা এয়ারপোর্টে পৌঁছাতে।তখন ঢাকা কলেজের আশেপাশে কালো রঙের লিমোজিন পাওয়া যেত। সেগুলোর একটি ভাড়া করা হলো এবং আমার আব্বা এবং তিন-চারজন ছোট ভাই আমার সাথে এয়ারপোর্টে আসলো। কিন্তু এয়ারপোর্টে ট্রাভেল এজেন্সির কোন লোকজনের পাত্তাই ছিলনা।
সময় গড়িয়ে চলতে লাগলো, আমাদের মধ্যে উৎকণ্ঠা দেখা দিল । সেই সময় মধ্যপ্রাচ্যের ভিসা নিয়ে অনেক উল্টাপাল্টা ঘটনা ঘটতে ছিল। ভিতরে ভিতরে সাংঘাতিক ভয় পেয়ে গিয়েছিলাম। মান ইজ্জত এর প্রশ্ন। কথায় বলে খারাপ সময়ে, সময় চলতে চায় না, এক জায়গায় থমকে থাকে। নয়টার সময় ট্রাভেল এজেন্সির একজন লোককে দেখা গেল,আমি স্বস্তির নিঃশ্বাস ফেললাম। আমার মত আরো অনেকেই ট্রাভেল এজেন্সির লোকের জন্য অপেক্ষা করছিল। সবাইকে লাইন ধরে দাড়াতে বলা হলো। তারপর একে একে ইমিগ্রেশন পার হয়ে ট্রানজিটে চলে আসলাম। যথাসময়ে বিমানে উঠে পড়লাম। জীবনের প্রথম বিমানে চড়া। একটা বিষয় মনে জ্বলন্ত ছিল যে বিমানে সুন্দরী সুন্দরী এয়ার হোস্টেস থাকে। বিমান চলাকালীন সময়ে এক সুন্দরী এয়ার হোস্টেসকে পানি দিতে বললাম ইংরেজিতে।
প্রায় পাচঘন্টা পর বিমান আবুধাবিতে অবতরণ করল। এয়ারপোর্টের ট্রানজিটে, একটা কাঁচের বড় ঘরে আমাদেরকে আটকে রাখা হলো। গ্রুপ ভিসায় আমার সাথে আরও 30,
40 জন শ্রমিক ছিল। আবার অপেক্ষার পালা, আমাদের নুরুদ্দিন ভাই ভিসা নিয়ে এয়ারপোর্টে পৌঁছে নাই। প্রায় দু’ঘণ্টা পর ওনি আসলেন।ইমিগ্রেশন ফর্মালিটি শেষ করে আমাদেরকে একটি ট্রাকের পিছনে উঠানো হলো। —
চলবে