চলন্ত জীবন
চলমান জীবনের সাথে একটু বিচ্ছিন্ন হয়ে,
একাকী বসে চলমান পৃথিবীতে দেখা,
এক অদ্ভুত মজা ।
একটু দূরে বসে থেকে,
পৃথিবীর
মানুষের সুখ-দুঃখ,
হাসি আনন্দ অবলোকন করা,
মনের মধ্যে দার্শনিকতা জেগে উঠে।
to enjoy the world passing by.
রাস্তার দিকে তাকাই।
চারিদিকে তুমুল ব্যস্ততা।সবাই ছুটে ছুটে চলেছে। একটু দেরি হলে লংকা কান্ড ঘটে যাবে জীবনটায়।
গাড়ি ছুটে চলেছে।
গাদাগাদি করে ক্লান্ত মানুষ বাসে আশ্রয় নিয়েছে, যেতে হবে বহুদূর।
বাসও ওভারটেকের মাতনে ছুটে চলেছে ।
একপাশে সারিসারি রিক্সা। স্কুল ছুটি হয়েছে। ছোট ছোট বাচ্চা নিয়ে মা,রা উদ্বিগ্ন চিত্তে রিকশায় চলছে।
এটি পৃথিবীর রঙ্গমঞ্চের একটি সময় কালের দৃশ্য এগুলো!
এভাবে জীবনের স্রোতে মানুষ ভেসে চলেছে, কোন অজানায়, কেউ জানে না।
কোথায় শেষ গন্তব্য তাও অজানা।
কিন্তু মানুষ অজানাকে ভয় পায় না। কোথায় যেন
অজানার মাঝেও স্বস্তির ইংগিত পায়।
মানুষ এই পৃথিবীর রঙ্গমঞ্চে যন্ত্রীর হাতে যন্ত্র মাত্র।
গোলাপ কুড়ির মত মানুষের জীবনটাও রহস্যে ঘেরা।
প্রস্ফুটিত গোলাপের রঙের নকশা , অজানা। হয়তো মানুষের রহস্য খুলবে বেহেশতের বাগানে।