সকাল সকাল
ধানমন্ডি লেকে
সকাল-সকাল সরগম
বয়স্কদের আনন্দধারা
তাদেরই চলাচল।
হাঁটাহাঁটির মহড়া
পাখিরা দেয় পাহাড়া,
ভোরের স্নিগ্ধ হাওয়ায়
সুস্থ জীবনধারা।
আশেপাশে চলে শুধু,
ব্যায়াম ব্যায়াম খেলা,
ব্যাডমিন্টন কোর্ট ও জীবন্ত
সেই সকাল বেলা।
দলবেঁধে সবাই এখন
নাস্তায় ব্যস্ত,
গরম গরম পরোটা
কেউ বা সিঙ্গারার ভক্ত।
মহিলারাও দলবেঁধে
আড্ডায় মাতামাতি
নাস্তা নাস্তা খেলায়
চলে শুধু খুনসুটি।
এইভাবে চলে
সকাল-সকাল খেলা,
সময় ফুরিয়ে যায়,
ফুরায় সকালবেলা।