দলা দলি হানাহানি
চারিদিকে কানাকানি
একেকজনের একেক কথা,
কথা শুনে ঘুরে মাথা।

দিকে দিকে একি শুনি
কুমন্ত্রণার জয়ধ্বনি
এদিক-সেদিক ফিসফিসানি,
মামলা-মোকদ্দমার হাতছানি।

দরকার নাই মালিকানা
হতে চাই না রাতকানা,
মাথা নস্ট হল বুঝি,
চলনা সবাই হোটেলটা খুঁজি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *