শতাব্দীর অভিশাপ
তালপাকা গরমে
মাটঘাট চৌচির
গরমের তান্ডবে,
মানুষের হাঁসফাঁস।
তপ্ত রোদ্দুরে
রেললাইন বাঁকা,
আজব কথা শুনি
তাপমাত্রার ধোকা।
পাকিস্তানে বন্যা
ইউরোপে খরা,
পাচশত বছরের ইতিহাসে,
ছিল না এমন ধারা।
পোয়াং এ পানি নেই
চীন দেশের ঘটনা,
মিঠাপানির হাহাকার,
পিপাসার্ত ধরিত্রী
খুঁজে মরুদ্দ্যান।
নিত্যনতুন আজব ব্যাপার
বিপর্যয়ের ধারা,
মরুভূমির তপ্ত আগুনে
জীবন যে দিশেহারা।
পৃথিবীর শনির দশা
জলবায়ুর অকাল
অপরিণামদর্শী করমে
উষ্ণতায় বেহাল।