স্নায়ু-যুদ্ধের অশনি সংকেত

0

সোভিয়েত ইউনিয়নের পতন গর্বাচভের পলায়ন,
স্নায়ুযুদ্ধের অবসান
নব্য পরাশক্তি রাশিয়া উত্থান।
কেটে গেল দুই যুগ
নাই যুদ্ধের মহড়া,
নাই অস্ত্রের ঝনঝনানি ,
নাই হুংকার আর গলাবাজি।

তারপরও,
এক তরফা যুদ্ধ যুদ্ধ খেলা,
বিশ্ব বাসী অবাক বিস্ময় দেখে
আমেরিকার রণহুঙ্কার
নাইন ইলেভেনের উসিলায়
ধ্বংস ইরাক আফগানিস্তান।

আমেরিকার উস্কানিতে
নেটোর জটিল অংকে,
ইউক্রেনে রাশিয়ার আক্রমণ ,
দুই পরাশক্তির রক্তচক্ষু,
পারমাণবিক যুদ্ধের হুংকার,
হাইপারসনিক মিসাইলের মহড়া।

তাইওয়ান কে ঘিরে আমেরিকার কুতকুত খেলা,
ঘুমন্ত চীনের জেগে ওঠার পালা,
তাইওয়ান কে ঘিরে চীনের যুদ্ধবিমান আর রণতরীর মহড়া।

স্নায়ু যুদ্ধ শুরু,
পৃথিবীর আকাশে কালো মেঘ,
আমেরিকা ও পশ্চিমা বিশ্ব চমকায়,
রাশিয়া চীনের একসাথে রণহুঙ্কার।

পারমাণবিক যুদ্ধের ঝনঝনানি
পরাশক্তিগুলোর রক্তচক্ষু,
বিশ্ববাসীর বুকে কম্পন,
অশনি সংকেতের হাতছানি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *