গণবিস্ফোরণে উত্তাল
তিনমিন স্কয়ার
সেই নব্বই দশকে
ট্যাংকের সামনে দন্ডায়মান
নিরস্ত্র এক অকুতোভয়
চিনা যুবক।
আরব বসন্তের সন্ধানে
কায়রোর রাজপথে
জনতার স্রোত
গণরোষে দুই যুগে স্বৈরাচারী মোবারকের নিরব বিদায়।
নির্বাচনে প্রতিষ্ঠিত হল
সংগ্রামী জনতার রায়
তবুও আকাশে বাজপাখি উড়ে
পশ্চিমা ষড়যন্ত্রের নকশায়
মহা ধড়িবাজ সিসির আগমন।
হংকংএ গণআন্দোলন
গুলি ছুটে বারবার,
তবুও রাজপথে জনতা,
থমকে যায়নি তারা,
ক্ষোভে উত্তাল যখন তখন।
ঊনসত্তরের গণআন্দোলন,
পূর্ব পাকিস্তান মিছিলের শহর
বলি হলো কিছু তাজা প্রাণ
বিনিময়ে সত্তরের নির্বাচন।
ইয়াহিয়া ভুট্টোর রক্তচক্ষু
ধুলায় লুটায় নির্বাচনের ফলাফল,
শেখ মুজিবের সাত ই মার্চের ভাষণ,
টলটলায়মান ইয়াহিয়ার
সাম্রাজ্যবাদী আসন।
স্বাধিকার আন্দোলনের জোয়ারে,
মুক্তিবাহিনীর অকুতোভয় আক্রমণ,
সাড়ে সাত কোটি মানুষের বজ্র হুুংকার,
পালায় নব্বুই হাজার পাকিস্তানি,
মুষ্টিবদ্ধ বাঙালির স্বাধীনতার চিৎকারে,
উড়ে পতপত লাল-সবুজের
পতাকা।

রচনাকাল ;
৮.৩০ মিনিট
রবীন্দ্র সরোবর,
২৬.০৮.২০২২

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *