কবিতার ব্যবচ্ছেদ
হে কবিতা
তোমায় দিলাম আড়ি।
গদ্যেের বেড়াজালে বন্দি অমরা
খুঁজে ফিরি রসের হাড়ি,
জীবনের পড়ন্ত বেলায়,
কবিতার ছন্দে ছন্দে,
নিজেকে খুঁজে ফিরি,
আহা মরি মরি।
হে কবিতা
তোমায় দিলাম ছুটি।
জীবন কাব্যে দিশেহারা মোরা
কবিতায় মন ভরে না,
ছন্দের অভাবে কবিতা গদ্যময়,
হেসে তাই কুটি কুটি।
হে কবিতা
একটু দাঁড়াও।
অমানিশার অন্ধকারে
তোমায় খুজে ফিরি
ভোরের শিশিরের ও।
বিন্দুতেই সিন্ধু
কবিতার মর্মবাণী
ছোট্ট ছড়াও কথা বলে,
শুনায় জীবন কাহিনী।
ছন্দে ছন্দে কবিতার মেলা
স্বাদেগন্ধে হারানো সুর,
গদ্য কবিতায় কথার ফুলঝুরি
ছন্দ হারিয়ে বিরান মরুভূমি
অম্রিতাক্ষর ছন্দে তাই
মরুদ্দ্যান খুঁজে ফিরি।
জল পড়ে পাতা নড়ে
কবিতার হাতে খড়ি
বৃষ্টি পড়ে টাপুর টুপুর
অতীতের কথা কলি।