বৈশ্বিক তাপদাহ ও অন্য পৃথিবী

0

মাঠ ঘাট চৌচির
মাটি কাঁপে থর থর
চৈত্রের খরতাপে
জ্বলছে ধারিত্রি,
জ্বলছে সাত আসমান।
ইথোওপিয়ায় খরা
ব্যাপক ফসলহানি,
অন্য আফ্রিকায়
অনাবৃষ্টি,
বছরের পর বছর,
বীভৎস প্রকৃতির খেলা।
অনাহারক্লিষ্ট মানব শিশুর,
ক্ষিণ কণ্ঠধ্বনি!
কঙ্কালাসার ছোট্ট দেহে
শতাব্দী অভিশাপের গ্লানি।

প্রচণ্ড দাবদাহে পুড়ছে চীন
খাবার পানির সংকট,
পানির হাহাকারের,
অশনি সংকেত —
শুকিয়ে যাচ্ছে, নদনদী,
তলানিতে,
মিঠা পানির লেক পোয়াং।

পশ্চিমে ও গরমের তান্ডব
শীতের দেশে একি অনাসৃষ্টি
দাবদাহ দাবানলে
বিপর্যস্ত মানব কুল,
কিংকর্তব্যবিমূঢ়,
সমুদ্রতীরে খুঁজে বসস্থান।

বিজ্ঞানীদের ভবিষ্যদ্বাণী,
গ্লোবাল ওয়ার্মিং এর ধ্বনি
পৃথিবীর কানে তুলা,
আহাম্মকদের আবিষ্কার বুঝি,
বৈশ্বিক তাপমাত্রার বুলি।

অবশেষে এসেছে উষ্ণ পৃথিবী
অবহেলায় কেটে গেছে,
কত যুগ,
গ্রিনহাউস গ্যাসের নিরলস নিঃসরণ,
হাজার মাইলের ওজনের ফাটল।

উষ্ণতার আগুন দাবদাহে দাবানল,
পৃথিবীবাসীর অবহেলার
অর্জন,
ধারিত্রি থমকায়!
স্বপ্নীল চোখে দেখে
আরেক সভ্যতার আগমন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *