মধ্যবিত্তের জীবন লিপি
নুন আনতে পান্তা ফুরায়
ফ্যান ছাড়াই ঘাম জুড়ায়,
পেশায় আমি
মাছিমারা কেরানী,
কপালে শুধু হয়রানি।
সারা মাসটা টানাটানি
মাসের শেষে হাতটা খালি
ধারদেনা করে চলি
কঠিন জীবনের ঝলখানি।
ভয়ে ভয়ে পথে হাটি
মুদীখানা এড়িয়ে চলি
বাকির খাতায় আরও বাকি
বুঝি এবার দিব ফাঁকি।
বিত্তের সন্ধানে মধ্যবিত্ত,
ঘুমের ঘোরে অলীক স্বপন,
মিছামিছি প্রফুল্ল চিত্ত,
জোড়াতালির দুঃসহ জীবন।
রচনাকালঃ
১.৪৫ দুপুর
১১.০৮.২০২২