এইতো বেশ আছি
চোখ বুজে থাকি
চোখে দেখি না।
চোখে চোখে কথা
তাও বলি না।
এইতো বেশ আছি।
কানে ও তালা
কিছুই শুনি না।
বধির সেজে থাকি
না শোনার ভান করি।
এইতো বেশ আছি।
হুটু পুটি লুটা লুটি,
টাকা পাচার করি
দেশ এখন বেগম পাড়া
বারিধারার ফ্লাট দিয়েছি,
ভাড়া।
এইতো বেশ আছি।
আহা মরি মরি।
বিচিত্র বাংলাদেশ
নাই শংখা, নাই ভয়
রাঘববোয়াল পকেটে
সবখানে আমার জয়।
রচনাকাল ঃ
এইমাত্র,
৯.৪০এএম
০৮.০৮.২২