পক্বকেশ
বয়স বয়সের খেলায়
যখন পক্ককেশ চলে আসে,
প্রজ্ঞা চলে আসে,
তখন সবচেয়ে মজার ব্যাপার হলো,
আমি জানি,
আমি কি করিতেছি,
আমি জানি,
এর প্রতিক্রিয়া কি হবে?
ফলাফল কি?
একটা বয়সে যখন ,
সামান্য সীমাবদ্ধ জ্ঞান হলো,
তখন ভাবতাম,
আমি সব জানি।
এখন বয়সের ভারে,
জ্ঞানের সমুদ্র হাবুডুবু খেয়ে, নিজেকে অজ্ঞও বোকা মনে হয়।
জানার চেষ্টা না করেই পক্ককেশ ধারণ করেছি,
বিব্রতকর মনে হয়।
পক্বকেশ ধারণ করার পর,
আমরা বিব্রতকর ছোট কথাবার্তা ও ঘটনাকে
উপেক্ষা করার যোগ্যতা অর্জন করি।
এইভাবে
প্রশান্ত আত্মা ও
প্রশান্ত মনের সন্ধানে
প্রতিনিয়ত ব্যস্ত থাকি।
পুরানো বন্ধু ও
শুভাকাঙ্ক্ষী ও সমমনা আত্মীয়দের মধ্যে
নিজের অনুভূতি শেয়ার করি,
প্রতিনিয়ত বেঁচে থাকার জন্য, বেঁচে থাকার প্রেরণা খুঁজি
যখন অর্থবিত্ত,
মান -গৌরব সবই অর্থহীন।