নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস ওপারেতে সব সুখ আমার বিশ্বাস।
আমরা কি এক অবস্থানে বেশিক্ষণ থাকতে ভালোবাসি?শুয়ে শুয়ে আলস সময় কাটানো বা দিবানিদ্রা কতনা মধুর,কিন্তু সেটাও কতক্ষণ !
আমরা শোয়া থেকে উঠে টিভি দেখি অথবা ঘরে পায়চারি করি, কখনো বা বাহিরে চলে যাই।

বন্ধু-বান্ধব মিলে আড্ডা দিতে কত না মজা!!
কিন্তু কয়েক ঘন্টা চায়ের কাপে ঝড় উঠানোর পর মন প্রাণ ক্লান্ত হয়ে পড়ে, আমরা মজার আড্ডা তে ইতি টেনে ঘরে ফিরে যাই।

এভাবেই অস্থিরচিত্ত মানব সদা সর্বদা অবস্থান পরিবর্তনে ব্যস্ত।

প্রেমে পড়লে পুরুষ গাধা হয়ে যায়। তখন প্রিয়ার চোখের দিকে তাকিয়ে বা প্রিয়তমার সান্নিধ্যে ঘন্টার পর ঘন্টা বেঘোরে কাটিয়ে দিতে পারে। এটা মানবের জন্য সম্পূর্ণ ভিন্ন অধ্যায়—এই অনুভুতির স্থায়িত্বও অনেক অনেকদিন বা অনন্তকালের নহে।কাঁচের পাত্র মাটিতে পড়ে যেমন ভেঙে খান খান হয়ে যায়,
একসময় মোহ ভেঙে যায়,
প্রেম ভালোবাসা,
খাঁচা থেকে পালানো পাখির মতো
পতপত আকাশে উড়ে পালিয়ে যায়।
এইতো আমাদের ছটফট করা ছোট্ট জীবন।
রচনাকাল ;
সকাল ছয়টা, ২৪.০৮.২০২২

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *