মেগালোডন হাঙ্গর
ডাইনোসরের পরে ঐরকম আরেকটা বিশাল প্রাণী, বিশালাকৃতির হাঙ্গরের ফসিল পাওয়া গেছে বেলজিয়াম সাগরে।১৮৬০ সাল থেকে বেলজিয়াম মিউজিয়ামে ফসিলের অংশবিশেষ সংরক্ষণ করা হয়েছে।।
এই মেঘালোডন হাঙ্গর হোয়াইট হুয়েলের দুই, তিনটির সমান ।
মেগা হাঙ্গর 26 ফুট লম্বা তিমিকে কয়েক মিনিটের মধ্যে সাবাড় করে দিতে পারে।
এই হাঙ্গর লম্বায় 50 ফিট,একটি
স্কুল বাস এর চেয়েও বড়। এর ওজন দশটি হাতির ওজনের সমান অর্থাৎ 70 টন।
একসাথে 10000 লিটার পানি পান করে। এই হাঙ্গর টি মুখ খুললে সেটা 6fit ব্যাসার্ধ হয়।
18 মিলিয়ন বছর আগে পৃথিবীর সমুদ্রে এটা পৃথিবীতে বিচরণ করত।