সত্যের ডাক
সত্যের ডাক অনেকসময় মানুষ শুনতে পায় না। বুঝতে পারেনা।
তেমনই হয়তো আযান শুনতে পাচ্ছে না।
আযানের মর্মবাণী বুঝতে পারছে না।
অথবা যে সুরে আযান হয় , সেই সুরে তাদের হৃদয় আন্দোলিত হচ্ছে না।??
অর্থাৎ তাদের কাছে দাওয়াত হয়তো আমরা সঠিক ভাবে আমরা পৌঁছাতে পারছিনা।
সেটা আমাদের ব্যর্থতা।
ক্ষমা চেয়ে বিনীতভাবে বলছি,
দায়টা একতরফাভাবে অন্যের উপর চাপিয়ে দেওয়াটা অনেক সময় সঠিক নাও হতে পারে।বুমেরাং হতে পারে।
আমি সঠিক আছি এই ভেবে, সংস্কারের চিন্তা মাথায় নাও আসেতে পারে।
রেজিমেন্টেড,
দলগুলোর মধ্যে এই সমস্যা প্রকট।