আর এভাবেই তোমাদেরকে একটি মধ্যম পন্থা অনুসারী উম্মাত বানিয়েছি , ১
যেন তোমরা দুনিয়ার লোকদের জন্য সাক্ষী হও ,
রসুল যেন সাক্ষী হয় তোমাদের উপর। ২
১৪৩

আলোচনা ঃ
উম্মতে অসাৎ — মধ্যমপন্থী বা মধ্যম মর্যাদাসম্পন্ন জাতি বা দল এর অর্থ ঃ
১ এমন একটি সুউচ্চ আদর্শ ধারী মর্যাদাসম্পন্ন দল যারা ন্যায় পরায়ণ ও সুবিচার ও
আতিশয্য -মুক্ত মধ্যমপন্থার অনুসারী হবে,

দুনিয়ার বিভিন্ন জাতিসমূহের মধ্যমনি, বা নেতৃত্বের মর্যাদায় অধিষ্ঠিত থাকবে,
সকলের সঙ্গে তাদের সম্পর্ক হবে নেয়- নীতি ও সত্যের উপর প্রতিষ্ঠিত।
কারো সঙ্গে অন্যায় অনুচিত ব্যবহার তারা করবে না।


পরকালে আমি গোটা মানবজাতির একত্রে হিসাব গ্রহণ করবো।
সে সময়ে আমার দায়িত্বশীল প্রতিনিধি হিসাবে রসুল তোমাদের পক্ষে সাক্ষী দিবেন যে,
আমি তকে যে নিভুল চিন্তাভাবনা সৎকাজ নৈয়বিত্তিক ভিত্তিক ব্যবস্থাপনা শিক্ষাদান করেছিলাম, তা কিছু কম-বেশি না করে পরিপূর্ণ ও সমগ্র ভাবে তোমাদের কাছে পৌঁছে দিয়েছেন।
বাস্তবে সেইভাবে কাজ করে তোমাদের দেখিয়েছেন।

★এরপরে রসূলের প্রতিনিধি হিসেবে তোমাদেরকে আমার সামনে দাড় করানো হবে। ★
তখন তোমাদেরকে এই সাক্ষ্য দিতে হবে যে রসূল তোমাদের কাছে যা কিছু পৌঁছে দিয়েছেন,কাজ করে দেখিয়ে দিয়েছেন তা,
কোনরূপ অবজ্ঞা অবহেলা না করে, সাধারণ মানুষের নিকট পৌঁছে দিয়েছে,
কাজ করিয়েও দেখিয়ে দিয়েছো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *