সহজ উপায়ে জান্নাত কিনে নিন

0

—সূরা আল বাকারা
২৬১ ২৬২ ২৬৩

যারা নিজেদের ধন সম্পদ আল্লাহর পথে ব্যয় করে, তাদের খরচের দৃষ্টান্ত এইযে,
এমন একটি বীজ বপন করা হলো, এবং তা হতে সাতটি ছড়া বের হল আর
প্রত্যেকটি ছড়ায় একশতটি দানা রয়েছে।আল্লাহ যাকে চান তাকে এভাবেই প্রাচুর্য দান করেন।

যারা নিজেদের ধন-সম্পদ আল্লাহর পথে খরচ করে এবং তার বিনিময় চেয়ে বেড়ায় না,অনুগ্রহহীতাকে কোন প্রকার কস্টও দেয় না,
তাদের প্রতিফল তাদের আল্লাহর নিকট সুরক্ষিত এবং তাদের কোন চিন্তা ও ভয়ের কারন নেই।(আল্লাহ ইঙ্গিতে জান্নাতের প্রতিশ্রুতি দিচ্ছেন)

একটু মিস্টি কথা এবং কোন দুঃসহ বিষয়ে সামান্য উদারতা দেখানো,
সেই দান থেকে উত্তম —যার পিছনে আছে দুঃখ ও তিক্ততা।
আল্লাহ কারও মুখাপে্ক্কী নন,
ধৈয ও সহিস্নতাই তার গুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *