কুফর
শব্দটি ঈমানের বিপরীত অর্থবোধক।
ইমরানের অর্থ হচ্ছে মান্য করা। সত্য বলে গ্রহণ করা। কবুল করা, স্বীকার করা।
বিপরীত পক্ষে কুফর এর অর্থ হচ্ছে,
মান্য না করা,
অস্বীকার করা ।
কুরআনের দৃষ্টিতে কুফরের বিভিন্ন রুপ আছে।
১#সামগ্রিকভাবে আল্লাহকে না মানা,
তার সর্বভৌমত্তকে অস্বীকার করা।
২#
আল্লাহকে স্বীকার করেও তার নির্দেশ,জ্ঞান বিদ্যা ও আইন-কানুনের
বিধানকে একমাত্র উৎসরূপে মান্য করতে অস্বীকার করা।
৩#
আল্লাহর নির্দেশ মোতাবেক চলতে হবে নীতিগতভাবে মেনে নেওয়া সত্ত্বেও
আল্লাহর
যেসব নবীদের প্রেরণ করেছেন, তাদের অস্বীকার করা।
৪#
পয়গম্বরদের
এর মধ্যে পার্থক্য করা।
৫#
নবীগণ আল্লাহর পক্ষ থেকে জীবন বিধান সম্পর্কে যে শিক্ষা দিয়েছেন সেসবকে বা তার মধ্যকার কোন কিছুকে মান্য করতে অস্বীকার করা।।
৬#
আদর্শগতভাবে ওই সব জিনিস স্বীকার করা সত্ত্বেও কর্মক্ষেত্রে জেনেশুনে আল্লাহর আদেশ নির্দেশ, একগুঁয়ে বা জিদ সহ অমান্য করতে থাকা এবং পার্থিব জীবনে আল্লাহর আনুগত্যের ভিত্তিতে প্রতিষ্ঠিত না রাখে
নাফরমানীতে ডুবে যাওয়া।