সাচ্চা মুসলিম
মুসলমান আছে কিন্তু
মুসলমানের মধ্যে,
সাচ্চা মুসলমান কয়জন?
কয়জন আল্লাহর রঙে
নিজেকে রংগিত করছে!
আল্লাহকে চিনতে পেরেছে কয়জন?
আল্লাহুর রুববিয়াত ছেড়ে,
অন্যের ইবাদতে মশগুল কেন?
মূর্তি পূজা না করেও তাগুদের পূজায় ব্যস্ত কেন?
আল্লাহকে চিনতে হলে,
ইসলাম কি,বুঝতে হলে,
ইবাদত কার জন্য,
বুঝতে হলে, —
———-—
কোরআনের বাণী বুঝতে হবে;
অস্পষ্টতা,ও
অপূর্ণতা থাকলে চলবে না।
এসো,
আমরা সবাই কোরআন পড়ি, কোরআন বুঝি,
নিজের জীবনে প্রয়োগ করি,
অন্যকে বোঝাই;
যেমনটা করেছি ইঞ্জিনিয়ারিং পড়ে বা ডাক্তারি পড়ে।