সমগ্র বিশ্ব লোক আল্লাহর কুদরতের নিশানা, আল্লাহর
একান্ত নিজস্ব পরিকল্পনা অনুসারে সৃষ্টি হয়েছে,

তেমনি এক সৃষ্টি হল
মানব প্রজাতি।

তিনি এই বিশ্বলোক ও মানুষের চলার জন্য সুনির্দিষ্ট নিয়ম – বিধান দিয়েছেন।
বিশ্ব -প্রকৃতি , বিশ্বজগৎ
প্রাকৃতিক নিয়মে চলে।
মানুষের জীবন ব্যবস্থা হচ্ছে
আল কোরআান।
এগুলো অগ্রাহ্য করার মত কোন দার্শনিক বা বিজ্ঞানসম্মত যুক্তি, কেউ পেশ করতে পারেন কি?
প্রাকৃতিক জগতে আল্লাহর চালু করা প্রাকৃতিক নিয়ম সদা- কার্যকর।
প্রতিটি অনু-পরমানু নিরবিচ্ছিন্ন ভাবে আল্লাহর চালু করার প্রাকৃতিক নিয়ম দ্বারা কার্যকর;
প্রতিটি অণু-পরমাণুর তা নিরবিচ্ছন্ন ওঅব্যাহতভাবে মেনে চলেছে ।
মানুষের জীবন ও সমাজেও
যে অনুরূপ এক সর্বাত্মক বিধানের প্রয়োজন,
তাকে কি অস্বীকার করা যায়?
তাহলে বিশ্বমানবতার জন্য যে বিধান আল্লাহ নাযিল করেছেন, মানুষ ইচ্ছা মূলক কর্ম জীবনে,যার বাস্তব অনুসরণ করুক,
তা আল্লাহর কাম্য ,
দার্শনিক বা বৈজ্ঞানিক যুক্তি প্রমাণের বলে তা অগ্রাহ্য করা কোনভাবেই সম্ভব নয়, একথা দুনিয়ার দার্শনিকগণ, বৈজ্ঞানিকগণ অনুধাবন করতে
পারছেন না কেন?
??

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *