সাত আসমানের প্রকৃত স্বরূপ কি? তা সঠিকভাবে নির্ধারণ করা দূরুহ। প্রত্যেক যুগে মানুষ আসমান,
অন্যকথায় ঊর্ধ্বলোক সম্পর্কে নিজের পর্যবেক্ষণ অনুযায়ী বিভিন্ন ধারণা কল্পনা পোষণ করে আসছে। বরাবর সময়ের সাথে এই ধারণা সমূহ আবার পরিবর্তিত হচ্ছে।
মোটকথা মোটামুটি ভাবে এটুকু বুঝে নেওয়া যায় পৃথিবীর পৃথিবীর উদ্ধলোকের বিশ্বের যে অংশ আছে আল্লাহ তাকে সাতটি স্তরে বিভক্ত করে রেখেছেন অথবা এই বিশ্বজগতের যে অংশে ভূমন্ডল অবস্থিত ত সাতটি স্তর- বিশিষ্ট।

***এরপর তিনি তোমাদের জন্যে পৃথিবীর সমস্ত জিনিস সৃষ্টি করেছেন অতঃপর উপরের দিকে লক্ষ্য করলেন
এবং সাত আকাশ রচনা করলেন, বস্তুতঃ তিনি প্রত্যেকটি জিনিস সম্পর্কেই অভিজ্ঞ।

-সূরা আল বাকারা
২৯

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *