গ্লোবাল ওয়ার্মিং
ওজোন লেয়ার এর
কয়েক হাজার মাইলের যে ফাটল তৈরি হয়েছে,
সাইকেলই এর জন্য ইতিবাচক।
চরমভাবাপন্ন আবহাওয়া থেকে বাঁচতে হলে সাইকেলে চড়ি, কয়লা ব্যবহার না করি,
সিএফসি ব্যবহার করি,
যন্ত্রদানব,
কারখানাগুলোকে, পরিবেশবান্ধব করি। ++
এবং গ্লোবাল ওয়ার্মিং এর মহাপ্রলয় থেকে বাঁচি।
আমাদের পৃথিবীকে
বাঁচাই।
চিনে বন্যা হয়েছে,
200 বছর ইতিহাসে
যা নেই।
জাপানে গরম পড়েছে,
দেড়শ বছরের ইতিহাসে তা নেই।
পাকিস্তানওভারতবর্ষ
গরমের তাণ্ডবে পুড়ছে।
+++++
উত্তর মেরু দক্ষিণ মেরু সহ হিমালয়ের বরফও
গলা শুরু হয়েছে।
বড় বড় ধনী দেশগুলো গ্লোবাল ওয়ার্মিং এর জন্য দায়ী
কিন্তু তারা এর সমাধানের রাস্তায় হাটতে চায় না,
ব্যবসায়িক স্বার্থে।
তৃতীয় বিশ্বের দরিদ্র অনুন্নত দেশগুলো গ্লোবাল ওয়ার্মিং এর
জন্য কোনভাবেই দায়ী নয়।
কিন্তু তারাই ওয়ার্মিং এর জন্য বিপর্যস্ত হবে সবচেয়ে বেশি।
মালদ্বীপ বাংলাদেশ হাওয়াই দ্বীপপুঞ্জ নেদারল্যান্ড, ++
এরকম আরু অনেক দেশের কিছু অংশ সমুদ্রের উচ্চতার জন্য তলিয়ে যেতে পারে।
বুয়েটের প্রফেসর আইনুন নিশাত বলেন,
যদি বৈশ্বিক টেম্পারেচার 20 বছরের মধ্যে 1.5ডিগ্রী বাড়ে,
তবে তা সহনীয় হতে পারে।
কিন্তু প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অপরাগ হলে,
তা 3° বেড়ে যেতে পারে।
তখন মহা বিপর্যয় দেখা দিবে।