কোথায় খোদা?
সাকি!
সুরার পাত্র নিয়ে আসো
আমার পিছে পিছে,
শরাবখানায় যাবনা আজ,
ছুটেছি মসজিদ পানে।
ওরা বলে,
মসজিদে সুরাপান?
খোদার ঘরের এ কি
অপমান!
হে মুমিন!
খোদা কেবল মসজিদে নয়,
দুনিয়ার সব খানে
আনাচে-কানাচে,
জল স্থল পর্বত শৃঙ্গে,
খোদা সবার কাছাকাছি,,
দুনিয়ার সব খানে।
কোথায় দিয়ে যাবো সূরার পাত্রখানি?
খোদা নেই যেথা
যাব ছুটে সেথা
সুরাপান যাবে না বৃথা।
ওরা বলে,
যাও কাফেরের কাছে
নিয়ে যাও সুরার পাত্রখানি
কাফেরের খোদা -বিহীন অন্তরে
পাপে হও মাখামাখি।
দূর থেকে শুনি,
অজানা বজ্র ধ্বণী,
কাফেরের হৃদয়েও আছে
খোদার আসন,
অবহেলায় বুঝতে পারেনি।
কালা!
শুনতে পায়নি
অন্ধ!
দেখেনি খোদার বাণী।
কাফের মূর্খতায় হাসে
পাপ পঙ্কিলতায় ভাসে
হেদায়েতের আগুনে পুড়ে
হৃদয়ের খোদা জাগে।