বন্ধু
আমার অনেক বন্ধু আছে
স্কুল কলেজ ভার্সিটির,
কেউবা ডাক্তার কেউ বা ইঞ্জিনিয়ার,
অন্য পেশারও কিছু,
বন্ধুদের কাফেলায় তাই,
উটের পিঠে চলি,
মরুভূমতে তপ্ত রোদে
মরুদ্দ্যান খুঁজি।
ক্যান্সারের বন্ধুর পাশে
একটুখানি বসি,
বেদনা ভুলে মির্জা হাসে
মনেতে তার
আনন্দের নির্ঝর কলতান
বন্ধুদের আড্ডায়
ভেঙে যায় রসের হাড়ি
ক্ষণিকের তরে
ক্যান্সার যায় বাড়ি।
বিপদে যখন আধার দেখি
বন্ধুকে খুঁজে ফিরি,
ডিস -কলেজিয়েট হয়েছি যখন,
আমাকে ঘিরে বন্ধুদের
মতন,
ছয়টি রিকশায় সবাই,
স্যার কে খুঁজে ফিরি,
স্যার আমাকে জিজ্ঞেস করে,
এরা আবার কারা?
সবাই আমার বন্ধু শুনে,
স্যারের অবাক হওয়ার
পালা!
জীবন সায়ান্নে বন্ধুদের নিয়ে
রসের আড্ডায় হইচই কোলাহল,
যা চাই তা বলতে পারি
খুলতে পারি রসের হাড়ি,
উজার করি মনের কথা,
মুছে যায় মনের ব্যথা।