লাশ চলেছে আপন ঠিকানায়,
আপন জনেরা পিছুপিছু,
চারটি কাধ করছে বহন,
কফিন চলেছে কবরস্থান।
লাশের ভাগ্য গেছে বদলে,
নাই এখন কফিনে চড়া,
নাই মমতামাখা চারটি কাধ
নাই ছুটে ছুটে চলা,
সভ্যতার কলিযুগে
শুধু ফ্রীজিং মাইক্রোর
খেলা।
পুরনো দিনে লাশকে ঘিরে ছিল
অনেক আবেগের ঘনঘটা,
আত্মীয়-স্বজন পাড়া-প্রতিবেশীর
অশ্রুজল বিদায়,
কফিনের পিছে পিছে,
দলবেঁধে ছুটে চলা,
লাশের চিরদিনের ঠিকানা,
কোন এক কবরস্থান,
সেই অন্তিম বেলা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *