ভালোবাসা
বেশী ভালোবাসা ভালো নয়
যে ভালোবাসা কাঁদায়,
সেও ভালো নয়।
ভালোবাসা ভালো
যখন সমানে সমান।
গভীর ভালবাসায়
প্রিয়া যদি চলে যায়,
তুমি নিঃস্ব আর সর্বহারা
জীবন তোমার মরুভূমি।
খুঁজে ফিরবে মরুদ্দ্যান
ভালোবাসা হারিয়ে পাগল হয়ে
নির্জন জঙ্গল হবে
তোমার বাসস্থান!।
যার সাথে যার ভালোবাসা
সেইতো মজা লুটে
কথাটি সত্য তখন,
দুজনের ভিতরে
সমান ভালোবাসা
যখন সদা সঞ্চরণ।