জন্মই আমার আজন্ম পাপ
মাতৃকোলে জুড়ায় শিশুর প্রাণ
আপন মনে হাসে,
শুনে ঘুম পাড়ানির গান
তবু অজানা ভয়ে শিশু
কাঁদে বার বার
মানব জনমে শুরু থেকেই
বেঁচে থাকার হাহাকার।
জন্মই আমার আজন্ম পাপ
জীবন নিয়ে সদা শঙ্কিত
আকাশে বাজপাখি
জমিনে সাপ।
আপন-মনে খেলেছো এ বিশ্ব লয়ে
বিধ্বস্ত মানবের প্রাণ
মরীচিকায় খুঁজে ভালোবাসা -মায়া
আজন্ম মনেতে পিশাচের ছায়া।
হাশরের মাঠে অনামিশা অন্ধকার
নুরের পিছে পিছে ছুটা,
ঝুঁকে ঝুঁকে হাটা,
সামনে আযাবের দেওয়াল।
শতাব্দী অভিশাপে
অভিশপ্ত মানব
নিত্য করে মনের কোঠায়
কালো চাদরের দানব।