প্রেমের শিকল
প্রেম কি সোনার শিকল
প্রেমিক-প্রেমিকার অঙ্গীকারনামা,
দুজনের অদৃশ্য দসখত,
বৃত্তের মধ্যে খেলা,।
প্রেমের তরে স্বাধীনতা বর্জন
প্রেমিকার গলায় মুক্তার মালা,
প্রেমিকের কষ্টের হাসি
অদৃশ্য রশিতে সাঙ্গ খেলা।
ভালোবাসা এক মরীচিকা
ক্ষণিকের তরে পাই,
আবার হারাই চিরতরে
কামনা-বাসনা মরে।
লাইলি মজনুর প্রেম গাঁথা
অদৃষ্ট দস্তখত নেই সেথা
মিলনে নয়,
বিচ্ছেদের পথ খাঁটি
তাজমহল প্রেমের সমাধি।