আসমানের ফেরেশতা তোমার এবাদতে

অহর্নিশ ব্যস্ত

গাছপালা তরুলতা সবাই থাকে

সেজদায়

মানুষকে নিয়ে কেন তোমার

সন্দেহের ছায়া,

এবাদতে কঠিন রুটিন দিয়েছো

কোথায় তোমার মমতা মায়া।

তোমার এবাদতে আত্মসমর্পণ

সমস্ত ফেরেশতাকুল

পাহাড় আছে দাঁড়িয়ে

ঘোড়া রুকুতে

সাপ সেজদায়।

তবে কেন মানবের এবাদত চাও

রাশি রাশি

জীবিকার তরে কাতর মানব

নাই মুখে কোনো হাসি।

দিনমজুরের পরিশ্রম

সকাল-সন্ধ্যা

তবুও জুটেনা খাবার

কত না ধান্দা।

কিভাবে হবে এবাদতে মত্ত

তুমি কি দিয়েছে তাকে

মান্না সালওয়ার তত্ত্ব।

খোদা। উঠিয়ে নেওয়া এই বোঝা

লাঘব করো আরধনা,

তোমার ধ্যান সদা মানব হৃদয়ে

সবটুকু আকণ্ঠ ধারায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *