কোরআন নাজিল
কোরআন মজীদের ভার নিতে
ভয় পেলে সবাই,
আকাশমণ্ডলী, মৃত্তিকা লোক,
উচ্চ পর্বত শৃঙ্গ মালা
সবাই প্রত্যাখ্যান করল,
এগিয়ে এলো অকুতোভয় মানুষ
তখন বুঝেছিল এর মর্ম
কুরআন দিয়েই শুরু হলো তার কর্ম।
মানুষ নিয়েছিল এক বিশেষ দায়িত্ব
কোরআনের আমানত!
অজ্ঞতায় বুঝতে পারেনি
সেই নেয়ামত,
কোরআন থেকে শিক্ষা নিতে,
অনেকটাই ব্যর্থ,
ঐশী বাণী নিয়ে জ্ঞানের তপস্যায়,
মুসলমানের অবহেলা,
অশিক্ষায় কুশিক্ষায়,
কোরআন অবহেলিত
বইয়ের পাতা।