নামের বড়াই তখন থাকেনা
লাশ আমার নাম,
কবর হল ঠিকানা
সওয়াল জবাবের
ফেরেশতার হানা।
দুনিয়ার অহংকার সমাহিত
ছোট ছোট কিট করে
দেহ ভক্ষণ,
কবর চেপে ধরে
আযাব প্রশিক্ষণ।
ভয়াবহ হাশরের ময়দান
সূর্যের তাপে মগজ টলমান,
মাত্র সাত শ্রেণীর পরিত্রান
খোদার আরশের নিচে
দণ্ডায়মান।