স্ত্রী অর্ধাঙ্গিনী

স্বামী দের পূর্ণতা

দুজনে মিলেই একজন

ভালোবাসার বদন্যতা।

স্ত্রীর পোশাক স্বামী

আদর অহংকারে ভরপুর

স্বামী সোহাগে জীবন কাটে

দুজনের বেহেশত একসাথে ।

স্বামীর পোশাক স্ত্রী

একে অপরের পরিপূরক

দুজনের তরেই দুজন,

নাই নিঃসঙ্গতা

শুধু পাখির কলতান

একই পোশাক পরে,

গায় জীবনের গান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *