পরশ্রীকাতর হিংস্র তুমি

মুখে হাসি মিষ্টি

অপরের বিত্ত দেখে

চমকাচ্ছে সেন দৃষ্টি।

পোড়াচ্ছ নিজেকে

হিংসার আগুনে

আত্মা হয়েছে কলুষিত

কুটিল দহনে,

নিজেরই বলিদান,

কয়লা হয়েছে মন ।

যে হিংসুক সেই শয়তান

বুকে তার যন্ত্রণা,

আদমেরে সিজদা না করিয়া

মানবেরে দিচ্ছে কুমন্ত্রণা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *