৭০ এর নির্বাচন
সত্তরের নির্বাচন
বিজয়ী শেখ মুজিবুর রহমান
পাকিস্তানি হায়েনাদের কারসাজি
পন্ড ভোটের ফলাফল
ধুলায় লুটায় মুজিবের সম্মান।
সংগ্রাম ছিল ন্যায্য ভোটের অধিকার,
অবশেষে এলো স্বাধীনতা।
স্বাধীনতা নয় কথার ফুলঝুরি
তবে কেন ব্যালটবাক্স চুরি?
ভোটের অধিকার হারালে
রাষ্ট্র হবে বিবর্ণ,
জনতার রোষের মহা বিস্ফোরণে,
গর্জে উঠবে স্বাধীনতার মর্ম।