মিথ্যার জয়
গোয়েবল থিউড়ি
মিথ্যার কারসাজি
বারবার মিথ্যা বলা,
মিথ্যা যখন সত্যি।
আমাদের মাথার উপরের মানুষগুলো
মুখে তাদের মিথ্যা রচনা,
সুন্দর বাচনভঙ্গিতে মিথ্যা মিথ্যা,
অবশেষে সত্য লজ্জায় মুখ ঢাকে।
প্রজন্মের পর প্রজন্ম
মিথ্যার অভিশাপে বিভ্রান্ত,
মিথ্যার অভিশাপে অভিশপ্ত,
সত্য বলার সাহস
ধুলায় লুটায়।
একটি মন্দ মানুষের হুংকারে
শত শত মন্দ মানুষ,
একসাথে করে হুক্কা হুয়া,
ভালো মানুষের নাই দল,
নিভৃতে ফেলে দীর্ঘশ্বাস।