হে ঘুমন্ত মুসলমান

ঢুলতে ঢুলতে কাটছে জীবন

সময় যাচ্ছে হেলায় হেলায়

যৌবনের দাপট

আর কতক্ষণ।

খোদাকে স্মরণ করো

সঠিক পথটা বেছে নাও

সিরাতুল মুস্তাকিম।

বুকে আনো হিম্মত

ইসলামের দুশমন কে

করো প্রতিহত

ভেঙে ফেলো তাগুদের দুর্গ

দুনিয়ায় স্বর্গ ক্ষমতার দম্ভ।

অবৈধ ক্ষমতা আর

ধন-সম্পদের দাপট

ক্ষনিকের জন্য মাত্র।

ফেরাউন ডুবেছিল সদলবলে

সমুদ্দুরে

নমরুদের মগজ খেয়েছিল

ছোট্ট একটি মশা,

আল্লাহর কুদরতের মিশাল

ভুরি ভুরি।

হে মুসলমান!

ঘুম ভেঙ্গে জেগে উঠো

ক্ষমতা আর ধনের লালসা

ছেড়ে দাও,

দেখো ফেরাউন নমরুদের পরিণতি।

হে মুসলমান!

জ্ঞানের জ্যোতিতে উদ্ভাসিত হও

বুদ্ধির ধারে বিদ্যুৎ চমকায়

তুমি পাবে সফলতা

অপার সম্মানের হাতছানি

ইহকাল ও পরকাল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *