সন্তানের সাহচার্য
সন্তান বিহনে
একাকীত্ব ঘিয়ে থাকে
বিষাদমাখা সময়
থমকে যায়।
শূন্য থেকে শূন্য
তারপরে বিদায়
তবুও আকাঙ্ক্ষা মনে
সন্তানের সাহচর্যের
অমৃত সুধা।
আশায় আশায় কেটে যায়
বেলার পর বেলা,
চলে শূন্যের খেলা
দেহ ও মনে
সবকিছু শূণ্য।
বয়সের ভারে যখন নুজ্
অবসাদে ক্লান্ত,
সন্তানের সাহচর্য পেতে
আত্মার প্রাণান্তকর আকুতি।
হৃদয় মনে ব্যাকুলতা
চারিপাশ শূন্যতায় ঢাকা,
যখন সবকিছু
শূণ্য শূণ্য।