জীবন সায়াহ্নে আমার পাশে
আমারই তরে,
আমারি জন্য ব্যাকুলতায়
ব্যস্ত মন ও প্রাণ।
সঙ্গীর মাহাত্ম্য, সহচার্য,
জীবনের শেষ বেলায়
মাধুর্য ছড়ায়
যখন সবকিছু শূণ্য।
জীবনের প্রথম আসরে
অবহেলায় বা
জীবনের ঘুরপাকের ব্যস্ততায়
সঙ্গিনী সময়টাও থমকে ছিল
বুঝিনি সেইভাবে সেই সময়
অপরাধবোধে
বিব্রত আমার প্রাণ।