সময়টা কঠিন হয়ে
সিন্দাবাদের বোড়টার মত
ঘাড়ে চেপে বসে আছে।
অবসরের আখন্ড সময়
ঘড়ির কাটা থেমে আছে
কতকাল একই ঘরে।
সন্তানরা পাখা মেলে
উড়ে গেছে
সেই কবে,
আপন জীবনের গন্তব্যে।
ঘরটা নীরবতায় ভারাক্রান্ত
নিস্তব্ধতায় ক্লান্ত
সন্তানের সহচার্য বিহনে
চারিপাশ শুন্য।