Skip to content
জীবন চলছিল
হেলায় হেলায়
এসেছিল সন্ধ্যা
অপূর্ণতা নিয়েই
শেষ হত
জীবনের কাব্য।
হঠাৎ এল উপহার
এলো জলপরী,
পরনে শিফন শাড়ি
গলায় মুক্তোর হার।
জীবনের আকন্ঠ মধুপান,
আছে জীবনের গান
জলপরী আমায় ঘিরে,
দিয়েছে মন প্রাণ ।
বিরহের তপ্ত আগুনে
হৃদয়ে মোর হাসি,
সঙ্গী ছাড়া জীবন অচল
তোমায় আমি ভালোবাসি।