শবে কদর
খুঁজে ফিরেছো শবে কদর
শবে বরাতকে নাওনি বুকে,
ঈমান ও তাকওয়া
করেছ অর্জন।
হালাল জীবিকা
পাপকে করেছে বর্জন।
সংগোপনে পড়
মাগরিব এশা ,
রমজানের শেষ
বেজোড় দশ দিন,
পাবে শবে কদরের দিশা।
কিছু ইবাদত রাতের নির্জনে
কষ্ট যাবে না হেলায়
প্রশান্তি তোমার
হৃদয় মনে।
এবাদতের মর্তবা আছে অতিরক্ত
রাতের শেষভাগে কাঁদো,
অশ্রুতে হও সিক্ত।
যদি পাও শবে কদর,
প্রশান্ত হবে অন্তর,
হাজার রজনী
তোমার হাতে
বেহেস্তের সুবাতাস
তোমার সাথে।