অসীম
তোমার আঁচরে লক্ষ-কোটি তৃণলতা শামুক মানব
চক্ষু মেলে,
আবার তোমার মাযোনিতে মুছে যায় সব
চিরতরে চক্ষু বুজে।
কোথাকার কোন বাশিতে,
সৃষ্টি হয় সবার প্রাণ,
ইস্রাফিলের শিঙ্গায়,
আবার বিলীন
,সব বিস্মৃতির অন্তরাল।
এই পৃথিবী ছুটিতেছে কোথায়,
কোন অজানায়,
লুটিয়ে পড়া আত্মাদের শুধু
সেই দিকেই গমন।
কেউ কি জানে কি হেতু আগমন
আর মহাপ্রস্থান,
পৃথিবীর পান্থশালায় হাসাহাসি
অন্তিম সময়ে শুনি
এ কোন মায়ার বাঁশি!
আমাদের কোন কিছুতেই
নাই কোন অধিকার
যন্ত্রীর হাতে যন্ত্র মোরা
মহাবিস্ময় মহা সমাচার।