কোভিট19
শতাব্দী অভিশাপে
অভিশপ্ত কভিদ উনিশ,
টলটলায়মান বিশ্ব সম্মুখে
অশনি সংকেত
অদৃশ্য জীবাণুর খেলা
ভয়াবহ সংক্রামন
নতুন বিশ্ব থমকে আছে,
নাই যুদ্ধ আক্রমণ।
যুদ্ধজাহাজগুলো
অলস বসে তীরে,
মারামারি হানাহানি বন্ধ
কুমন্ত্রণা চলে ধীরে।
পৃথিবী করেছে
অস্ত্র ও সম্পদের দম্ভ
অদৃশ্য জীবাণুর ভয়ে
এখন হতভম্ব।
অস্তিত্ব বিলীনের আশঙ্কায়
কম্পমান বিশ্ববাসী,
করোনার ভ্যাকসিন বাজারে
সবার মুখে হাসি।