কোভিট
কক্সবাজারে ইজিবাইককে বলি
কোভিটের কি সমাচার?
হাসিয়া বলে,
কভিট নাই কোন
শুধু বড়লোকের হাহাকার।
ধনিরাই কুঁকড়ে থাকে
ভয়ে থরথর,
কভিটের কুটিল থাবায়
সম্পদের অপচয়।
বস্তিবাসী রোদে পুড়ে
নাই মুখোশের গুরুত্ব,
শুনেনা সাবধান বাণী
কোথায় সামাজিক দূরত্ব।
কোভিটের ভয়ে ধনীদের শুধু
ঘরেই অবস্থান,
তবুও দলে দলে তাদের
মহাপ্রস্থান।