হুরী
আলগা বসনে মৃদু লয়ে,
হুরী
পরনে তার লাল শিফন
শাড়ি।
আপেল লেবু তাজা
গোলাপ
বেহেশতের বাগানে হুরীদের
রসালাপ।
সঙ্গী হল ছোট্ট তিতির
পাখি
হাসি গানে কলতানে ঘোরে
নাচি নাচি।
অপূর্ব সুন্দরী অপ্সরা নেচে নেচে
করে ইশারা,
বেহেশতী যুবকের হৃদয়
উত্তাল দিশেহারা।
আয়তলোচনা
গভীর কালো চোখে
বিস্ময়ে যুবক
সমুদ্র দেখে।
কোমর দুলিয়ে
হুরীরা করে নিত্য,
যুবক বাকহারা
মরেছে তার চিত্ত।