হেরা পর্বতের জিব্রাইল মোহাম্মদ

ইকরা ইকরা ইকরা

জ্ঞানের দরজা খুলে গেল

ঐশী বাণীর আলোর খেলা।

সপ্ত আসমান ভেদ করে চমকায়

জ্ঞানের রশ্মিতে জগত থমকায়।

খোদা আদমকে শিখালেন

জ্ঞানের রহস্য আর নাম

ফেরেশতাকুল হতবাক

ধোলায় লোটায় ইবলিশের মান।

যদি যেতে হয় চিন দেশে

জ্ঞান অন্বেষণে,

অবহেলা নয়

আহরণ করো জ্ঞান

মুঠোতে আনো জগৎটাকে

জ্ঞানের সমুদ্রে হোক

সন্তরন।

ঝিনুকের মাঝে মুক্তা খুঁজো

গোলাপী মুক্তা যদি পাও!

রঙের রহস্য খুজে নাও।

সমুদ্রের গভীরতা

অনামিশা আধার

অজানা জ্ঞানের সন্ধানে

মর্ত্যের হাহাকার।

ঐশী বাণী জ্ঞানের আলো

উদ্ভাসিত জগৎ হাসে

লোহার নৌকা

আকাশেতে ভাসে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *