প্রিয়াকে নিয়ে হাত ধরে ধরে
প্রিয় চলেছে ঠিকানায়
প্রিয়ার খোঁপায় গোলাপ গুজে
দুজনে ভাসে অজানায়।
ভালোবাসার বিরহের
কটু কথার মাতন
ক্ষমা চাই ভুরি ভুরি
বাজবে প্রেমের বাঁধন।
খোপার কাটায় হাত লেগেছে
ঝরেছে কিছু রক্ত,
প্রেম প্রীতি ভালোবাসায়,
দুজনে হয়েছে মর্ত।