আমার জানাযায় আসবে

কফিনের পিছে পিছে যাবে,

কিন্তু বলবে না,

এ আমার চির বিদায়।

আমার যাত্রাতো

কেবল শুরু,

যেখানে আমি থাকবো চিরদিন,

অনন্তকাল।

আমার কবরে এসে কাঁদবেনা

কবর তো একটা দেয়াল মাত্র,

এর পিছনেই

রয়েছে আমার বেহেশত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *