অদৃশ্য রশি
আকাশ থেকে ঝুলন্ত রশি
ছোট রশি বড় রশি
বেহেশতে যেতে চাও?
রশিতে নাম দেখলেই
পাবে আনন্দের হাসি।
প্রত্যেকের জন্য আলাদা আলাদা রশি,
আলাদা আলাদা কর্মও
আলাদা আলাদা ফল
খোদার প্রেমে কাজ করলেই
পুণ্য রাশি রাশি,।
খোদার প্রেমের জীবন দিয়েছো,
যুদ্ধ গিয়েছ?
মানবতার ডাকে দিয়েছো সাড়া,
বেছে নাও ছোট রশিটা
জলদি দেখবে বেহেশত পাড়া।
নামাজ রোজা হজ জাকাত
সবই করেছে খোদার টানে,
সুললিত গলায় তেলাওয়াত করেছ
পৌঁছেনি তোমার হৃদয়খানে।
মানবতাকে করেছ অবহেলা
আত্মীয়দের করেছে পর,
কোন রশিতে চলড়ে তুমি ,
নাম যে হয়েছে হরন।
নামাজে হয়ে গেছে অবহেলা
বিমুগ্ধ তোমার আচরন মালা,
প্রতিবেশী পেয়েছে সম্মান
বিনয় তোমার অহংকার,
লম্বা রশি ধরে চলো
বেহেশত পানে
যাত্রা তোমার লম্বা,
সময় কাটবে পাখির কলতানে।